চট্টগ্রাম সিটি করপোরেশন
সরকারি পাহাড় ৩৭ লাখ টাকায় ভাড়া দেন কাউন্সিলর
চারজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

সাবেক কাউন্সিলর আবুল ফজল কবির আহমেদ মানিক। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৯ জুলাই ২০২৪ | ২৩:০৯
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর আবুল ফজল কবির আহমেদ মানিকসহ চারজনের বিরুদ্ধে ৩৭ লাখ ৬৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে চার্জশিট দাখিল করেছে দুদক।
মঙ্গলবার আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা ও দুদক চট্টগ্রাম জেলা সমন্বিত-১ কার্যালয়ের সহকারী পরিচালক ফয়সাল কাদের। চসিকের সাবেক কাউন্সিলর মানিক সরকারি পাহাড় ভাড়া দিয়ে এই অর্থ আত্মসাৎ করেন।
চার্জশিটভুক্ত বাকি আসামিরা হলেন–মানিকের স্ত্রী তাহেরা কবির, জাগো ফাউন্ডেশনের চেয়ারম্যান কোরভি রক্ষন্দ ধ্রুব ও প্রকল্প পরিচালক ফয়সাল সিদ্দিকী।
দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. নাজমুজ্জাদাত বলেন, কমিশন থেকে অনুমোদন দেওয়ার পর চার্জশিট আদালতে জমা দেওয়া হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, লালখান বাজারের মতিঝর্ণা এলাকায় ওয়াসার পুরাতন পানির ট্যাঙ্ক নামে সরকারি পাহাড়ের পাদদেশের ভূমিতে জাগো ফাউন্ডেশন ৩ তলা একটি ভবন নির্মাণ করে। লালখান বাজার এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ওই ভবন নির্মাণ করা হয়। ফাউন্ডেশনের এডুকেশন প্রোগ্রামের বর্তমান সহকারী পরিচালক জিহাদ উজ্জামান জানান, স্কুলের জমিটি গত ২০০১ সালের মাঝামাঝিতে তৎকালীন কাউন্সিলর মানিকের কাছ থেকে ভাড়ায় নেওয়া হয়। তাঁর সঙ্গে জাগো ফাউন্ডেশনের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এজন্য তাঁকে এককালীন ভাড়া বাবদ ২৮ লাখ ১১ হাজার টাকা পরিশোধ করা হয়েছে।
কাউন্সিলর মানিক সরকারি ভূমির ভুয়া মালিক সেজে ওই টাকা গ্রহণ করেন। তাঁর স্ত্রী তাহেরা কবির দ্বিতল ভবনের মালিক সেজে বাকি ৯ লাখ ৫৪ হাজার টাকা নেন। দুদকের সহকারী পরিচালক আবু সাঈদ ২০২১ সালের ৮ নভেম্বর বাদী হয় মামলাটি দায়ের করেন। পরে তদন্তকারী কর্মকর্তা সাবেক কাউন্সিলর মানিকসহ চারজনের বিরুদ্ধে ৩৭ লাখ ৬৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে চার্জশিট দাখিল করেন।
- বিষয় :
- চট্টগ্রাম
- সিটি করপোরেশন
- পাহাড়
- কাউন্সিলর
- দুদক