মোমবাতি জ্বালিয়ে আন্দোলনে কুবি শিক্ষার্থীরা

হামলার বিচার দাবিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মোমবাতি জ্বালিয়ে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ
কুবি সংবাদদাতা
প্রকাশ: ১২ জুলাই ২০২৪ | ০০:১৩
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মোমবাতি জ্বালিয়ে আন্দোলন করছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের ওপর হামলার বিচারের আশ্বাস না দেওয়া পর্যন্ত মহাসড়ক ছাড়বেন না বলে জানান তারা। হামলার কারণে প্রশাসনকে অবাঞ্চিত ঘোষণা, একই সঙ্গে প্রক্টরের পদত্যাগের দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
তাদের দাবি, প্রশাসন ও প্রক্টরের ইন্ধনেই পুলিশ ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। এ কারণে তারা প্রশাসনকে অবাঞ্চিত ঘোষণা ও প্রক্টরের অপসারণ দাবি করেন।
বৃহস্পতিবার রাতে তানভীর হাসান নামের এক শিক্ষার্থী বলেন, প্রশাসন যতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি মীমাংসা না করবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন থেকে সরবো না। দরকার হলে আজকে সারারাত আমরা আন্দোলন করবো।
এর আগে দুপুরে প্রক্টরের উপস্থিতিতে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করে পুলিশ। এরপর আন্দোলন আরও তীব্র হয় এবং ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।