১২ কিমিতে খানাখন্দ যান চলাচলে ধীরগতি

খানাখন্দ এড়িয়ে চলছে পিকআপভ্যান। বৃহস্পতিবার গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সমকাল
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১২ জুলাই ২০২৪ | ০০:৫০
ব্যস্ততম ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক গাজীপুরের ১২ কিলোমিটার অংশে খানাখন্দের কারণে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। ওই সড়কে ধীরগতিতে যান চলাচল এখন প্রতিদিনের ঘটনা। কখনও কখনও মাত্র ১৫-২০ মিনিটের রাস্তা পার হতে এক ঘণ্টারও বেশি সময় লাগছে। কখনও আবার যানবাহন বিকল হয়ে দীর্ঘ যানজটে পড়ছেন যাত্রী।
গতকাল বৃহস্পতিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি, নাসির গ্লাস, শিশুতোষ বিদ্যাঘর, রঙিলা বাজার, সিঅ্যান্ডবি বাজার, জৈনা বাজার, নয়নপুর, এমসি বাজার, মাওনা পল্লী বিদ্যুৎ মোড় এলাকা ঘুরে শত শত গর্ত দেখা গেছে। এলাকাবাসী জানান, খানাখন্দের কারণে ওই সড়ক দিয়ে সব ধরনের পরিবহনকে ধীরগতিতে চলাচল করতে হচ্ছে।
দেখা যায়, কোনো স্থানে পিচ উঠে গেছে। কোথাও আবার সুরকি পর্যন্ত উঠে ছোট-বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। এসব গর্তের কারণে গাড়ির ইঞ্জিন বিকলসহ নানা সমস্যা হচ্ছে বলে জানান পিকআপভ্যানের চালক কফিল উদ্দিন। তিনি বলেন, এতে সময় তো নষ্ট হচ্ছেই, জ্বালানি খরচও বেড়ে গেছে তাদের।
ময়মনসিংহগামী এনা পরিবহনের বাসের চালক আরমান আলী বলেন, সড়ক ভাঙাচোরা থাকায় গাড়ি সাবধানে চালাতে হচ্ছে। অনেক ঝাঁকুনি হচ্ছে। ফলে যাত্রীরা খুবই ভোগান্তির শিকার হচ্ছেন। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো যাচ্ছে না।
মাওনা হাইওয়ে থানার ওসি শেখ মোহাম্মদ মাহবুব মোর্শেদ বলেন, খানাখন্দে ভরা মহাসড়কের এই অংশের জন্য যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। প্রায়ই যানবাহন বিকল হয়ে পড়ে থাকে। এসব বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সওজ বিভাগের গাজীপুর জেলা নির্বাহী প্রকৌশলী খন্দকার শরিফুল ইসলামের দাবি, ঈদুল আজহার আগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেশ কিছু অংশে তারা সংস্কারকাজ করেছেন। তবে সাম্প্রতিক বৃষ্টির কারণে আবার খানাখন্দ হয়েছে।
- বিষয় :
- সড়ক