ভারী বৃষ্টিতে ফের তলিয়েছে খুলনা

ভারী বৃষ্টিতে তলিয়েছে মুজগুন্নী মহাসড়ক। সেখানে খেলছে শিশুরা। ছবি: সমকাল
খুলনা ব্যুরো
প্রকাশ: ১২ জুলাই ২০২৪ | ১৭:৪০ | আপডেট: ১২ জুলাই ২০২৪ | ১৭:৪০
ভারী বৃষ্টিতে ফের তলিয়েছে খুলনা মহানগরীর বিভিন্ন সড়ক ও নিম্নাঞ্চলের মানুষের ঘরবাড়ি। বিশেষ করে বাসাবাড়িতে পানি প্রবেশ করায় সীমাহীন দুর্ভোগের শিকার হয়েছেন মানুষ। এর আগে গত ২ ও ৪ জুলাই বৃষ্টি হয়। এই বৃষ্টিতে এসব এলাকা পানিতে তলিয়ে যায়।
খুলনা আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ আমিরুল আজাদ সমকালকে জানান, আজ শুক্রবার সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৯৭ মিলিমিটার। সন্ধ্যার পরও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আজ নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বৃষ্টিতে খুলনা নগরীর খালিশপুর মুজগুন্নী, বাস্তুহারা কলোনি, হাউজিং এলাকা, ফুলবাড়িগেট, রেলিগেট, মহেশ্বরপাশা, রায়েরমহল, বয়রা বাজার, রয়েল মোড়, টুটপাড়া, রূপসা ঘাটসহ বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে যায়। নিচু ঘরবাড়িতে পানি প্রবেশ করায় দুর্ভোগে পড়েন মানুষ।
সকালে নগরীর মুজগুন্নী এলাকায় গিয়ে গেছে, মুজগুন্নী মহাসড়কের পুরোটাই পানির নিচে। বাস্তুহারা কলোনির অধিকাংশ বাড়িতেই পানি প্রবেশ করেছে। সকালে ঘুম থেকে উঠেই পানি সেচের কাজে লেগে পড়েন স্থানীয় বাসিন্দারা।
কলোনির বাসিন্দা ইব্রাহিম মুন্সি বলেন, এই বছর ৩ দিন ভারী বৃষ্টি হয়েছে। ওই তিনদিনই ঘরে পানি ঢুকেছে। এখন বৃষ্টির পূর্বার্ভাস দেখলেই আতঙ্কে থাকি।
কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, অনেক এলাকা ড্রেনে বাঁধ দিয়ে সংস্কার কাজ চলছে। এজন্য পানি নিষ্কাশনে দেরি হচ্ছে। তবে দুপুরের মধ্যেই সব এলাকা থেকে পানি নেমে গেছে। তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনে একটি প্রকল্পের কাজ চলছে। প্রকল্পের কাজ শেষ হলে আর এই দুর্ভোগ থাকবে না।
- বিষয় :
- খুলনা
- ভারী বৃষ্টি
- বন্যা