ঢাকা শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

বাগানে মাটি সরাতেই বেরিয়ে আসে নিখোঁজ সোনাবানুর মরদেহ

বাগানে মাটি সরাতেই বেরিয়ে আসে নিখোঁজ সোনাবানুর মরদেহ

ছবি: সমকাল

যশোর অফিস

প্রকাশ: ১২ জুলাই ২০২৪ | ২৩:৩৯

যশোরে সোনাবানু (৪০) নামে এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার পর মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে যশোর সদরের ফতেপুর সন্যাসী বটতলা এলাকায় বাগানের ভেতরে মাটি খুড়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন সোনাবানু। খোঁজাখুজির এক পর্যায়ে দুপুরে নিহতের বাড়ি থেকে পাঁচশ গজ দূরে একটি বাগানের ভেতর ছড়ানো ছিটানো মাটি দেখতে পান। পরে মাটি সরাতে বেরিয়ে আসে সোনাবানুর পরনের কাপড়। এরপর পুলিশ এসে মাটিখুঁড়ে গর্ত থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহের গলায় ওড়না পেচোনো ছিলো।

কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে হত্যা করা হয়েছে তাকে। তদন্ত চলছে, শিগগির রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

উল্ল্যেখ্য, প্রথম ঘরে এক সন্তান রেখে স্বামী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন সোনাবানু। সেই স্বামীও মারা যায় প্রায় দশ বছর আগে। সেখানে তার আরও দুটি সন্তান হয়। সম্পত্তি ভাগাভাগি নিয়ে এমন নির্মম হত্যাকাণ্ড ঘটেছে বলে মনে করছেন এলাকাবাসী।

আরও পড়ুন

×