ঢাকা রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

ফরিদপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা এ. কে. আজাদের

ফরিদপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা এ. কে. আজাদের

শনিবার দুপুরে এ. কে. আজাদ নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন- সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪ | ২০:০৯

ফরিদপুর শহরের ধলার মোড়ের পদ্মার পাড়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন সদর আসনের সংসদ সদস্য এ. কে. আজাদ। শনিবার দুপুরে তিনি ভাঙন এলাকা পরিদর্শন করেন এবং ১৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।

এ. কে. আজাদ সরেজমিনে পরিদর্শনকালে বলেন, ‘কিছু বালিখেকো ব্যক্তিবর্গ, যারা নিজেদের স্বার্থের জন্য অবৈধভাবে বালি কাটার ফলে কিছু পরিবারে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি প্রত্যেক পরিবারে জন্য আর্থিক সহায়তা প্রদান করেছি।’ 

তিনি বলেন, ‘আমি পানি উন্নয়বোর্ডের সঙ্গে কথা বলেছি, ভাঙন প্রতিরোধে তারা অতিদ্রুত এখানে জিও ব্যাগ ফেলবে। সেইসঙ্গে যারা অবৈধভাবে বালি কাটছেন তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এসময় তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, সদস্য আবুল বাতিন, ডিক্রিরচর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু ফকির, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাড. বদিউজ্জামান বাবুলসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী।

আরও পড়ুন

×