ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

লোহাগড়ায় সংঘর্ষ, নারীসহ ২০ জন আহত

লোহাগড়ায় সংঘর্ষ, নারীসহ ২০ জন আহত

প্রতীকী ছবি

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪ | ১৮:০৭ | আপডেট: ১৫ জুলাই ২০২৪ | ১৮:৫০

নড়াইলের লোহাগড়ায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার সকালে উপজেলার নলদি ইউনিয়নের নালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নালিয়া গ্রামের রবিন খানের সঙ্গে একই গ্রামের শওকত খানের গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে সোমবার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে রবিন খান পক্ষের জামশেদ খান, সবুর খান, আকাশ মল্লিক,নান্নু মল্লিক, জরিনা বেগম, সাবিনা বেগম, সোহাগ খান, ইকবাল খান ও খয়বার খান এবং শওকত খান পক্ষের ইন্দাদুল খান, আসাদ খান, আজাদ মোল্যা, আহাদ মোল্যা, তানজিলা বেগম ও মুন্নাফ খান আহত হন। আহতদের স্থানীয় ক্লিনিক এবং লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এ ঘটনা কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×