কসবায় লেগুনা চাপায় শিক্ষার্থীর মৃত্যু

প্রতীকী ছবি
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুলাই ২০২৪ | ১৫:২১ | আপডেট: ২৭ জুলাই ২০২৪ | ১৬:৩৬
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ-কুল্লাপাথর সড়কের আড়াইবাড়ী এলাকায় লেগুনা চাপায় ইমরুল কায়েস (১১) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয় আরেকজন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ইমরুল কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাড়ানি গ্রামের ইমতিয়াজ মিয়ার ছেলে। সে কসবা আড়াইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ছাত্র। আহত সিয়াম (১৬) একই এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে সাইকেলে করে ইমরুল কায়েস ও সিয়াম ঘুরতে বের হয়। এ সময় বেপরোয়া গতির একটি লেগুনা ওই সাইকেলকে চাপা দেয়। এতে সাইকেলআরোহী ইমরুল ও সিয়াম গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ইমরুলকে মৃত ঘোষণা করেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ সমকালকে জানান, লেগুনাটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। এখনও কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- সড়কে মৃত্যু