কোটি টাকার সোনার বারসহ পাচারকারী আটক
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে সোনার বারসহ আটক ইয়াকুব আলী
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুলাই ২০২৪ | ১৫:১৯
সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় চারটি সোনার বারসহ ইয়াকুব আলী নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। সোমবার (২৯ জুলাই) ভোর সোয়া ৬ টার দিকে মাদরা সীমান্ত থেকে তাকে আটক করা হয়। ইয়াকুব আলী সীমান্তবর্তী রাজপুর গ্রামের বাসিন্দা।
সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলারোয়ার মাদরা সীমান্তের ভাদিয়ালী এলাকায় অবস্থান নেয় বিজিবি। ভোরে ইয়াকুব আলী ওই এলাকায় আসলে তাকে আটক করা হয়। তার শরীর তল্লাশি করে কোমরে গামছা দিয়ে পেঁচানো অবস্থায় চারটি সোনার বার উদ্ধার করা হয়। এর ওজন ১.৮৯৫ কেজি। বাজার মূল্য এক কোটি পঁচানব্বই লক্ষ নয় হাজার পঁচিশ টাকা। এ ঘটনায় কলারোয়া থানায় মামলা হয়েছে। সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে।
- বিষয় :
- স্বর্ণের বার
- উদ্ধার
- আটক
- সাতক্ষীরা
- কলারোয়া