বিরোধপূর্ণ জমি দখলে নিতে বাড়িতে হামলার অভিযোগ

ফাইল ছবি
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: ০২ আগস্ট ২০২৪ | ১৯:৫৯
নড়াইলের লোহাগড়ায় বিরোধপূর্ণ জমি দখলে নিতে বাড়িঘরে হামলা ও ভাঙচুর করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হলে ওই জমিতে বৃহস্পতিবার (১ জুলাই) ১৪৪ ধারা জারি করা হয়।
অভিযোগ থেকে জানা গেছে, লোহাগড়া উপজেলার আখড়াবাড়ী গ্রামের অরুণ সরকার ও বিশ্বনাথ সরকার দিঘলিয়া মৌজায় ৬৭ শতক পৈতৃক জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। গত বছর জাল দলিল করে কালিয়া উপজেলার কলামনখালী গ্রামের আলী আহম্মেদ শেখ, লোহাগড়ার কুমড়ি গ্রামের বনি শেখ, রিয়াজুল শেখ এবং মিরাজ শেখ জমিটি দখলের চেষ্টা করেন। এ ঘটনায় অরুণ সরকার আদালতে দেওয়ানি মামলা করেন। মামলা চলমান থাকলেও গত বৃহস্পতিবার আবারও তারা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা করে। এ সময় হামলাকারীরা গোয়ালঘর ও পূজাঘরে ভাঙচুর চালায়। পরে ট্রাক্টরে করে মাটি এনে সেখানে ফেলা শুরু করে। বাধা দিলে অরুণ ও তাঁর স্ত্রী পূর্ণিমাকে গালাগাল ও মারধর করতে তেড়ে আসে। খবর পেয়ে লোহাগড়া থানা থেকে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এ ঘটনায় অরুণ সরকার বাদী হয়ে লোহাগড়া থানায় অভিযোগ দিয়েছেন।
অভিযুক্ত আলী আহম্মেদ শেখ বলেন, ওই জমি অরুণসহ তাদের চার ভাইয়ের কাছ থেকে কিনেছিলাম। পরে কুমড়ি গ্রামের মিরাজ শেখের কাছে বিক্রি করে দিয়েছি। কথা হলে মিরাজ শেখ বলেন, টাকা দিয়ে জমি কিনেছি। বাড়ি করার উদ্দেশ্যে সেখানে মাটি ফেলতে যাই। বাড়ি ও মন্দির ভাঙচুরের অভিযোগ সত্য নয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় বলেন, শান্তিশৃঙ্খলা রক্ষার্থে বিরোধপূর্ণ জমিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
- বিষয় :
- জমি নিয়ে বিরোধ
- হামলা
- নড়াইল
- লোহাগড়া