ফরিদপুরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা এ. কে. আজাদের

ছবি- সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪ | ১৬:২৪
ফরিদপুর সদরের নর্থচ্যানেল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আদু মাতুব্বরের ডাঙ্গি এলাকার আগুনে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন সংসদ সদস্য এ. কে. আজাদ। শনিবার সকালে তিনি আগুনে পুড়ে যাওয়া রুস্তম ফকির ও তার ভাই মিজান ফকিরের বাড়ি পরিদর্শন করে এ আর্থিক সহায়তা প্রদান করেন।
স্থানীয় ৯নং ওয়ার্ড মেম্বার মো. জুনাইদ হোসেন বলেন, গত ২৬ জুলাই শুক্রবার রাতে ঈমান ফকিরের দুই ছেলে রুস্তম ফকির ও মিজান ফকিরের বসতঘরে আগুন লাগে। এতে তাদের ঘর সম্পূর্ণ পুড়ে যায়। এসময় তাদের ৪টি টিনের ঘর ২টি গরু, খামারের থাকা ৫০টির অধিক হাঁস-মুরগি পুড়ে যায়।
তিনি বলেন, দানবীর ও মানবতার সেবক ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য এ. কে. আজাদ সকালে তাদের বাড়ি পরিদর্শন করেন। রুস্তমের পরিবারকে এসময় ৭০ হাজার এবং মিজানের পরিবারকে ৩০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন।
এরপরে সংসদ সদস্য অকালে স্ট্রোক করে মারা যাওয়া মো. হাসান পিুকলের বাড়িতে তার পরিবারকে সমবেদনা জানাতে যান। পিকুল ফরিদপুর পৌরসভার ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পানি উন্নয়ন বোর্ডে কর্মরত ছিলেন। ২০ জুলাই তিনি মারা যান। ওই দিনই আলীপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে শুক্রবার বিকেলে তিনি ফরিদপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের আলালপুরে ১৫ দিন আগে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যাওয়া লিটন শেখের বাড়িতে সমবেদনা জানাতে যান। এসময় এ. কে. আজাদ লিটনের পঞ্চম শ্রেণি পড়ুয়া এক ছেলে ও অষ্টম শ্রেণি পড়ুয়া এক মেয়ের পড়ালেখার দায়িত্ব গ্রহণ করেন।
- বিষয় :
- ফরিদপুর
- এ. কে. আজাদ
- আর্থিক সহায়তা