টাঙ্গাইলে গুলিতে একজন নিহত

প্রতীকী ছবি
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪ | ১৪:১০ | আপডেট: ০৫ আগস্ট ২০২৪ | ১৪:৩২
টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের গুলিতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার বিকেলে গোড়াই হাইওয়ে থানায় অগ্নিসংযোগের সময় পুলিশের গুলিতে এই ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা গেছে।
রাত ৯টার দিকে অপরিচিত এক ব্যক্তি ওই মরদেহটি কুমুদিনী হাসপাতালে নিয়ে যান বলে হাসপাতালের উপমহাব্যবস্থাপক অনিমেষ ভৌমিক জানান।
তবে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, এ ব্যাপারে কিছু জানেন না বলে জানান।
- বিষয় :
- টাঙ্গাইল
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
- কারফিউ