সহিংসতা-লুটপাট বন্ধে বিএনপি নেতাদের মাইকিং

চুনারুঘাটে সহিংসতা-লুটপাট বন্ধে বিএনপি নেতাদের মাইকিং
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪ | ২১:১৯
বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা, রাজনৈতিক নেতাদের বাসা ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে মাঠে নেমেছেন বিএনপির নেতারা। মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করেন তারা। বুধবার বিকেল সাড়ে ৫টায় চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর সিরাজ এতে নেতৃত্ব দেন।
শহরের টু-স্টার হোটেলের সামনে থেকে শুরু হওয়া মাইকিং মধ্যবাজারে এক পথসভার মাধ্যমে শেষ হয়। কর্মসূচিতে অংশ নেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল করিম সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক চৌধুরী, সদস্য সচিব কাউন্সিলর লুৎফুর রহমান জালাল, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সফিক মিয়া, সৈয়দ আবু নাঈম হালিম, নাসির উদ্দীন, জামাল মিয়া, পৌর যুবদলের আহ্বায়ক আউয়াল মিয়া, যুগ্ম আহ্বায়ক রফিক তালুকদার, সদস্য সচিব কামরুল হাসান মাসুম প্রমুখ।
এ সময় মীর সিরাজ বলেন, ‘ছাত্র-জনতার ঐক্যবদ্ধ সংগ্রামে স্বৈরাচারের পতন হয়েছে। এই বিজয়কে কলঙ্কিত করা যাবে না। যেকোনো ধরনের নৈরাজ্য, দখল, লুটতরাজের বিষয়ে এলাকাবাসীকে সচেতন ও সতর্ক থাকতে হবে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। যদি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নৈরাজ্য, লুটতরাজে অংশ নেয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’