ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে অন্ত্বঃসত্ত্বা নারীর মৃত্যু

বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে অন্ত্বঃসত্ত্বা নারীর মৃত্যু

বগুড়া ব্যুরো

প্রকাশ: ৩১ মে ২০২০ | ২৩:১১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে নাসরিন (১৯) নামে এক অন্ত্বঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে।

রোববার রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। নাসরিন ৭ মাসের অন্ত্বঃসত্ত্বা ছিলেন। 

বগুড়ায় করোনা সন্দেহভাজন এবং আক্রান্তদের চিকিৎসার জন্য নির্ধারিত মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান সঞ্চয় জানান, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর গ্রামের আনোয়ার হোসেনের অন্ত্বঃসত্ত্বা স্ত্রী নাসরিন জ্বর ও শ্বাসকষ্টসহ শারীরিক কিছু জটিলতায় ভুগছিলেন। ক’দিন আগে তাকে নওগাঁ সদর হাসপতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রোববার রাতে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে করোনা উপসর্গ থাকায় তাকে সেখান থেকে রাত ৯টার দিকে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়।

ডা. এটিএম নুরুজ্জামান সঞ্চয় জানান, মোহাম্মদ আলী হাসপাতালে রাতে ভর্তির কিছুক্ষণ পরই নাসরিনের মৃত্যু হয়। পরে রাত ১টার দিকে স্বজনরা তার মরদেহ নিয়ে চলে যায়।

তিনি বলেন, তার অবস্থা খুবই খারাপ ছিল। যে কারণে অনেক চেষ্টা করেও আমরা তাকে বাঁচাতে পারিনি।

আরও পড়ুন

×