ঢাকা শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

বিএনপি-ছাত্রদলের পাঁচজন বহিষ্কার

বিএনপি-ছাত্রদলের পাঁচজন বহিষ্কার

লোগো

চরফ্যাসন (ভোলা) ও বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪ | ০১:১৩

ভোলার চরফ্যাসন ও বরিশালের বানারীপাড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি ও ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

চরফ্যাসনে বহিষ্কৃতরা হলেন– উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক হাবিব হাওলাদার, আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. ইউসুফ ও যুগ্ম সাধারণ সম্পাদক খালেক পাটোয়ারী। বানারীপাড়ায় বহিষ্কার করা হয়েছে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল হোসেন হাওলাদার ও চাখার সরকারি ফজলুল হক কলেজ শাখার সদস্য সচিব টিপু খানকে।

চরফ্যাসন উপজেলার শিবা চৌমহনী এলাকায় এক বিক্ষোভ সমাবেশ করে উপজেলা বিএনপি। সেখানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোতাহার হোসেন আলমগীর মালতিয়া বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে তিন নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহু ত্যাগ-তিতিক্ষার পর ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন হয়েছে। দলের কোনো নেতাকর্মী 
শৃঙ্খলা ভঙ্গ করলে বহিষ্কারের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

বানারীপাড়ার ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির তাদের বহিষ্কার করেছেন বলে মঙ্গলবার দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম এক চিঠিতে জানিয়েছেন। 

একই উপজেলার বাইশারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সবুর খানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা কমিটির আহ্বায়ক শাহ আলম মিঞা ও সদস্য সচিব রিয়াজ উদ্দীন মৃধা। 

আরও পড়ুন

×