ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

মেঝেতে পড়ে ছিল মা ও দুই সন্তানের রক্তাক্ত মরদেহ

মেঝেতে পড়ে ছিল মা ও দুই সন্তানের রক্তাক্ত মরদেহ

ফাইল ছবি

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪ | ১৫:০০

পঞ্চগড়ে আটোয়ারী উপজেলায় মা ও দুই ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১১টার দিকে বল্লামপুর ইউনিয়নের কুরুলিয়া এলাকায় নিজ বাড়ির মেঝেতে পড়ে ছিল লাশ তিনটি। নিহতরা হলেন কাপড় ব্যবসায়ী সেলিম শেখের স্ত্রী তাসলিমা আক্তার (৩৫) ও তাঁর দুই ছেলে সৈকত (১২) ও সায়হাম (৯)। 

পুলিশ জানায়, বুধবার রাত ১১টার দিকে দোকান থেকে বাড়ি ফিরে স্ত্রী ও দুই ছেলের রক্তাক্ত মরদেহ দেখতে পান সেলিম শেখ। চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন। তারা এসে থানায় খবর দিলে পুলিশসহ সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থল আসেন। গোয়েন্দা পুলিশের সদস্যরা নমুনা সংগ্রহ করে মরদেহ থানায় নিয়ে যান। 

স্থানীয় জনপ্রতিনিধি মো. শাহজাহান বলেন, নিমর্মভাবে ওই নারী ও তার দুই সন্তানকে হত্যা করা হয়েছে।  আসামিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, ব্যক্তিগত শত্রুতার কারণে এই হত্যাকান্ড ঘটতে পারে। সিআইডি পুলিশ নমুনা সংগ্রহ করেছে। তদন্ত চলছে। দোষীদের সনাক্ত করে শিগগিরই আইনের আওতায় আনা হবে।।

আরও পড়ুন

×