এবার ওসমানী মেডিকেল কলেজের ৩ বিভাগীয় প্রধানকে অব্যাহতি

ছবি: ফাইল
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪ | ১৬:৪৫
এবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের তিন বিভাগের প্রধানকে অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দাবির মুখে তাদের অব্যাহতি দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্ত্তী স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
অব্যাহতি পাওয়া তিনজন হলেন- সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ আশীক আনোয়ার বাহার, গাইনি অ্যান্ড অবস বিভাগের প্রধান অধ্যাপক ডা. নাসরীন আখতার ও শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. মুজিবুল হক। তাদের জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ খালেদ মাহমুদ, গাইনি অ্যান্ড অবস্ বিভাগের অধ্যাপক ডা. জামিলা খাতুন ও শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরীকে।
এর আগে সরকার পতনের পর ১০ আগস্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমদ ১১ আগস্ট প্রো-ভাইস চ্যান্সেলর (প্রোভিসি) অধ্যাপক মো. কবির হোসেন ও ট্রেজাজার অধ্যাপক আমিনা পারভীন পদত্যাগ করেন। এ ছাড়া ৮ আগস্ট সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. সাদ উদ্দিন মাহফুজ, আইসিটি বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম, শাহ এএমএস কিবরিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. অনিমেষ চন্দ্র রায়, নিরাপত্তা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহযোগী পরিচালক অধ্যাপক ড. শামীমা নাসরিন ও ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. মো. বাশিরউদ্দিন পদত্যাগ করেন।
- বিষয় :
- সিলেট