বড়াইগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত

ফাইল ছবি
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ২১ আগস্ট ২০২৪ | ২০:২৫
নাটোরের বড়াইগ্রামে বনপাড়া পৌর বিএনপির আহ্বায়ক লুৎফর রহমান ও যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজুর সমর্থকদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধায় উপজেলার বনপাড়া বাজারে বিআরটিসি বাস কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।
আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা হলেন– বিএনপি নেতা অ্যাডভোকেট মোখলেসুর রহমান মিলন, প্রান্ত হোসেন, আব্দুল মান্নান ও কাশেম ভুঁইয়া।
মোখলেসুর রহমান মিলন জানান, মঙ্গলবার বিকেল থেকে বনপাড়া বাজারে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চলছিল। তিনি মোটরসাইকেল নিয়ে পৌর বিএনপির আহবায়ক লুৎফর রহমানকে সেখানে নামিয়ে দেন। পরে বিআরটিসি কাউন্টারের সামনে মোটরসাইকেল পার্কিং করলে বিএনপি নেতা আব্দুল মান্নানের ভাই মোটরসাইকেল রাখতে নিষেধ করে গালাগালি করতে থাকেন। প্রতিবাদ করলে আব্দুল মান্নানের লোকজন এসে তাঁকে মারধর করে। খবর পেয়ে লুৎফর রহমানসহ কয়েকজন তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।
এবিএম ইকবাল হোসেন রাজু বলেন, ‘মোখলেসুর রহমান মিলন রাস্তার ওপর মোটরসাইকেল রাখলে যানজটের সৃষ্টি হয়। আব্দুল মান্নান তাঁকে মোটরসাইকেল সরিয়ে রাখতে বললে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। ওই সময় লুৎফর রহমান, খলিল গাজীসহ কয়েকজন এসে মান্নানসহ আমার লোকজনকে মারধর করে। পরে দলের নেতাকর্মীরা এসে দু’পক্ষকে শান্ত করেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, ‘বনপাড়া বাজারে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন আছে। তারা কিছু জানায়নি। তবে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’