ঢাকা বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

ধর্ষণ ও হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন

ধর্ষণ ও হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন

ফাইল ছবি

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪ | ১৭:১৩

নলডাঙ্গায় শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে মো. বাবু ও রইচ উদ্দিন নামে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া তাদের ১ লাখ টাকা করে জরিমানা করেন বিচারক। 

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। মামলার অন্য পাঁচ আসামি মো. সোহাগ, মো. রাকিব হোসেন, মো. আল-আমিন, মো. জিয়ারুল ও মো. জামাল হোসেনকে বেকসুর খালাস দেওয়া হয়। 

মামলা থেকে জানা গেছে, ২০১৪ সালের ৬ মে রাতে উপজেলার খাজুরা মোল্লাপাড়া গ্রামের একটি বাড়িতে ঢুকে শিশুকে ধর্ষণের পরে বালিশ চাপা দিয়ে হত্যা করে আসামিরা। সেই সঙ্গে তারা শিশুটির গায়ে থাকা স্বর্ণালংকার ও মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। পরদিন শিশুটির বাবা বাদী হয়ে নলডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। দশ বছর পর সাক্ষ্য গ্রহণ এবং শুনানি শেষে আসামি বাবু ও রইচ উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ লাখ টাকা করে জরিমানার আদেশ দেন বিচারক। 
 

আরও পড়ুন

×