বন্যার্ত ৫০০ পরিবারকে ত্রাণ সহায়তা দিল রোহিঙ্গারা
নোয়াখালীর বেগমগঞ্জের ৬ নম্বর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন রোহিঙ্গারা। ছবি: সমকাল
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪ | ০৪:৫৬
কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী শিবিরের একটি দল নোয়াখালী বন্যাকবলিত মানুষদের জন্য ত্রাণ নিয়ে গেছে। সোমবার সকালে বেসরকারি সংস্থা আল মানাহিল ওয়েফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের মাধ্যমে নোয়াখালী ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে বিতরণ করেন তারা।
রোহিঙ্গারা জানায়, নিবন্ধিত নয়াপাড়ার ক্যাম্পের বাসিন্দা রোহিঙ্গা মাওলানা হাফেজ কদর উদ্দিনের নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল বন্যার্তদের জন্য ক্ষতিগ্রস্তদের জন্য চাল-ডাল-চিনিসহ নগদ অর্থ সংগ্রহ করে। পরে সেগুলো বেসরকারি সংস্থা মাধ্যমে নোয়াখালীর বেগমগঞ্জের ৬ নম্বর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে বিতরণ করা হয়। ত্রাণের প্রতি প্যাকেটে প্রায় দুই হাজার টাকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ছিল।
- বিষয় :
- বন্যা
- রোহিঙ্গা
- টেকনাফ
- ত্রাণ বিতরণ