ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

ওসমানী মেডিকেলের ৬ চিকিৎসককে বদলি, অবাঞ্ছিত ৮ ও শোকজ ৫ জনকে

ওসমানী মেডিকেলের ৬ চিকিৎসককে বদলি, অবাঞ্ছিত ৮ ও শোকজ ৫ জনকে

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪ | ১৭:২৪ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪ | ২০:১৭

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান করায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৬ চিকিৎসককে বদলি, ৫ শিক্ষককে শোকজ এবং বিভিন্ন ব্যাচের ৮ ইন্টার্ন চিকিৎসককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। সোমবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী স্বাক্ষরিত নোটিশে এসব আদেশ দেওয়া হয়। 

আজ মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে অধ্যক্ষ শিশির রঞ্জন চক্রবর্তী জানান, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

জানা গেছে, শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৯ আগস্টের কাউন্সিলে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

বদলি হওয়া চিকিৎসকরা হলেন- গাইনি বিভাগের অধ্যাপক ডা. নাসরিন আখতার, সহযোগী অধ্যাপক ডা. মইনুল ইসলাম, শিশু বিভাগের অধ্যাপক ডা. মুজিবুল হক, প্যাথলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সত্যব্রত ঘোষ, কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আজিজুর রহমান ও সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আশিক আনোয়ার বাহার।

এনাটমি বিভাগের অধ্যাপক ডা. পংকজ পাল, একই বিভাগের সহকারী অধ্যাপক ডা. অনামিকা দাস, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কাজী জানে আলম, অধ্যাপক ডা. সুস্মিতা রায় ও সহযোগী অধ্যাপক ডা. নিবেদিতা দাশকে শোকজ করা হয়েছে। তাদেও বিরুদ্ধে আন্দোলন চলাকালে মধ্যরাতে ছাত্রীদের হল থেকে বের করে দেওয়ার অভিযোগ রয়েছে। 

এছাড়া আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের হুমকি দেওয়ায় ৮ ইন্টার্ন চিকিৎসককে অবাঞ্ছিত করা হয়েছে। তারা হলেন- এমবিবিএস ৫৪ ব্যাচের সাইফুল ইসলাম, এমবিবিএস ৫৪ ব্যাচের সৌম্যজিৎ দে, এমবিবিএস ৪৮ ব্যাচের সাইফুল হাই, এমবিবিএস ৫৩ ব্যাচের মিল্টন আহমেদ, এমবিবিএস ৫১ ব্যাচের সজল এস চক্রবর্তী, এমবিবিএস ৫৩ ব্যাচের ইলহামুর রহমান, এমবিবিএস ৫৫ ব্যাচের রাকিব হাসান ও এমবিবিএস ৫৫ ব্যাচের রঞ্জন সরকার।

whatsapp follow image

আরও পড়ুন

×