ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

পদত্যাগ করলেন রাবির রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান

পদত্যাগ করলেন রাবির রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান

অধ্যাপক মো. তারিকুল হাসান। ছবি: সংগৃহীত

রাবি প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪ | ১৮:০৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. তারিকুল হাসান পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার সকালে ব্যক্তিগত কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক অবাইদুর রহমান প্রামাণিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সমকালকে বলেন, উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন রেজিস্ট্রার। 

এর আগে সোমবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসানকে পদত্যাগ করতে মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত সময়সীমা বেধে দেন। 

এ বিষয়ে গতকাল রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক গোলাম কিবরিয়া মোহাম্মদ মেশকাত চৌধুরী ফেসবুকে লেখেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতিমধ্যে ক্যাম্পাসে চলে এসেছেন। শিক্ষার্থীদের দাবি ছিল, দ্রুত যেন ক্লাস শুরু করা হয়। উপাচার্য নিয়োগের অপেক্ষায় না থেকে ডিনদের সঙ্গে বসে ক্লাস শুরু করতে রেজিস্ট্রারের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেছি। কিন্তু এক সপ্তাহের বেশি সময় ধরে চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। ১৯৭৩ সালের অধ্যাদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কর্মকর্তা এখন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার। তিনি চাইলে ডিনদের সঙ্গে সভা করে ক্লাস চালুর বিষয়ে সিদ্ধান্ত দিতে পারেন। কিন্তু তিনি কোনো পদক্ষেপ না নিয়ে ফোনও রিসিভ করেননি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, বেশকিছু গুরুত্বপূর্ণ নথিপত্রে পেছনের তারিখে স্বাক্ষর করেছেন তিনি।’

এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর, ছাত্র উপদেষ্টাসহ প্রশাসনের অন্তত ৭৮ ঊর্ধ্বতন কর্মকর্তা পদত্যাগ করেছেন। ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে।

whatsapp follow image

আরও পড়ুন

×