ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

দৌলতপুরে গাছের ডালে ঝুলছিল যুবকের লাশ

দৌলতপুরে গাছের ডালে ঝুলছিল যুবকের লাশ

ছবি- সংগৃহীত

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪ | ১৯:৩৪

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ইয়াকুব বিশ্বাস (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি তালুকনগর মধ্যপাড়া গ্রামের আলম বিশ্বাসের ছেলে। ঢাকার অদূরে আশুলিয়ার কাঠগড়া এলাকায় স্ত্রী ও সন্তান নিয়ে একটি ভাড়া বাড়িতে থাকতেন তিনি। আশুলিয়ায় তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।

মঙ্গলবার সকালে উপজেলার তালুকনগর মধ্যপাড়া গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

দৌলতপুর থানা-পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে ইয়াকুব আশুলিয়া থেকে গ্রামের বাড়ি দৌলতপুর উপজেলার তালুকনগর মধ্যপাড়া গ্রামে আসেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে একটি পরিত্যক্ত বাড়িতে গাছের ডালে গলায় ফাঁস নেওয়া অবস্থায় তাঁর লাশ ঝুলতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেন।

স্থানীয় কলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য শরিফুল ইসলাম বলেন, ইয়াকুব রাতে গ্রামে আসলেও তিনি বাড়িতে যাননি। তাঁর মৃত্যু নিয়ে পরিবারের কারও কোনো অভিযোগও নেই।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য বলেন, নিহত যুবকের পরিবার, স্বজন ও গ্রামবাসীর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে নিতে রাজি হননি। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক তদন্তে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

whatsapp follow image

আরও পড়ুন

×