ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

ভূমি জরিপের নামে ঘুষ আদায়

ভূমি জরিপের নামে ঘুষ আদায়

ফাইল ছবি

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪ | ২১:০০

নাটোরের লালপুরের দিয়ারা ভূমি জরিপে ঘুষ দাবির অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে। গত সোমবার সন্ধ্যায় ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়নের নুরুল্লাপুর দাখিল মাদ্রাসা মাঠে সমবেত হয়ে জরিপ কাজ বন্ধের এ দাবি জানান জমির মালিকরা।

এর আগে তারা জরিপ বন্ধে গত ২২ আগস্ট অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। তারা দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অপসারণসহ জরিপ কার্যক্রম বন্ধ করে আরএস রেকর্ড বলবৎ রাখার দাবি জানান।

অভিযোগ থেকে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে লালপুরের ১৪৪ নম্বর নুরুল্লাপুর মৌজায় জরিপ কাজ শুরু করে সেটেলমেন্ট অফিস। এ পর্যন্ত ২০ শতাংশ জমি জরিপ করা হয়েছে। শুরু থেকেই সেটেলমেন্ট অফিসের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম স্বপন, আবু জাফর, জালাল সরদার, সাবেক ইউপি সদস্য হাফেজ জোগসাজশ করেন। তারা অসহায় মানুষকে জিম্মি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন। খতিয়ানপ্রতি ৫ থেকে ৬ হাজার টাকা না দিলে রেকর্ড হচ্ছে না। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। তাদের দাবি, চলমান পরিস্থিতির সুযোগে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

স্থানীয় মিজানুর রহমানের অভিযোগ, তাঁর জমি ২৫ শতাংশ, দিয়ারা ভূমি জরিপে ১৮ শতাংশ করা হয়েছে। সেটেলমেন্ট অফিসের কর্তারা প্রতিটি জমি কম ধরে ম্যাপ করা হয়েছে। একই সঙ্গে টাকা ছাড়া কারও জমি রেকর্ড করা হচ্ছে না। একই অভিযোগ মুজদার রহমানের। তাঁর ১২ শতাংশ জমি রেকর্ড করতে ৬ হাজার টাকা দাবি করা হয়। টাকা না দেওয়ায় কাজ বন্ধ রাখা হয়। পরে বাধ্য হয়ে দালাল আবু জাফরের মাধ্যমে রেকর্ড করতে আসা আবদুল মজিদকে ৫ হাজার টাকা ঘুষ দিয়ে রেকর্ড করে নিয়েছেন।
 

whatsapp follow image

আরও পড়ুন

×