ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

ইসলামী আন্দোলনে যোগ দিলেন ধীর কৃষ্ণ

ইসলামী আন্দোলনে যোগ দিলেন ধীর কৃষ্ণ

সোমবার তিনি সদস্য ফরম পূরণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেন। ছবি: সমকাল

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪ | ২১:৩৮ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪ | ২১:৫২

ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন সনাতন ধর্মাবলম্বী গ্রাম্য চিকিৎসক ধীর কৃষ্ণ রায়। সোমবার তিনি সদস্য ফরম পূরণ করে এই দলে যোগ দেন। তিনি খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভার খলিশা এলাকার বাসিন্দা। অনেকেই এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি দিয়ে পোস্ট দিয়েছেন।

ইসলামী আন্দোলনের দাকোপ উপজেলা সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সংখ্যালঘু বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম জানান, ধীর কৃষ্ণ রায় নিজেই আগ্রহী হয়ে তাদের দলে যোগ দিয়েছেন। দলের গঠনতন্ত্র অনুযায়ী যে কোনো ধর্মের লোক এই দল করতে পারবে।

এ ব্যাপারে ধীর কৃষ্ণ রায় জানান, দলে যোগদানের জন্য কেউ তাকে চাপ প্রয়োগ করেনি। রাজনৈতিক পট পরিবর্তনের পর তার কোনো ভয় বা আতঙ্ক নেই। তিনি বিভিন্ন সময় শফিকুল ইসলামের কথাবার্তা শুনেছেন। তার কথা শুনে ভালো লেগেছে, সে কারণে তিনি ইসলামী আন্দোলনে যোগ দিয়েছেন।

whatsapp follow image

আরও পড়ুন

×