ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

রাস্তায় পড়ে থাকা কোটি টাকার ল্যান্ড রোভার জব্দ

রাস্তায় পড়ে থাকা কোটি টাকার ল্যান্ড রোভার জব্দ

জব্দ করা জিপ গাড়ি। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪ | ২২:৪১

চট্টগ্রামের রাস্তায় দুই দিন ধরে পড়ে থাকা কোটি টাকার একটি জিপ গাড়ি জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নগরের খুলশী থানার ওয়াসা মোড় কুটুমবাড়ি রেস্তোরাঁর সামনে থেকে গাড়িটি জব্দ করা হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত এর মালিকের সন্ধান মেলেনি। জিপটি বিশ্বের শীর্ষ পর্যায়ের বিলাসবহুল ‘ল্যান্ড রোভার’ ব্র্যান্ডের।  

খুলশী থানার ওসি কবিরুল ইসলাম জানান, রোববার রাতে কে বা কারা গাড়িটি সড়কে রেখে যান। পাশের ভবনের নিরাপত্তাকর্মীকে দেখভাল করতে বলে যান তারা। গতকাল গাড়িটি মেরামতের চেষ্টা করা হলেও সকাল থেকে কেউ আসেননি। স্থানীয় লোকজন খবর দিলে গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। তবে মালিকানা দাবি করে একজন থানায় এসেছিলেন। তাঁকে কাগজপত্র নিয়ে আসতে বলা হয়েছে। 

বিআরটিএর তথ্য অনুযায়ী, ঢাকা মেট্রো-ঘ-১১-২৮৮৩ নম্বরের গাড়িটির মালিক ওঅ্যান্ডএম সলিউশন বাংলাদেশ লিমিটেড। ঢাকার গুলশানে প্রতিষ্ঠানটির ঠিকানা। গাড়িটির ফিটনেস ২০১৮ সালের পর নবায়ন করা হয়নি। ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ হয়েছে ২০১৯ সালে। 

তবে মালিকানার কথা অস্বীকার করেছেন ওঅ্যান্ডএম সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল আহমেদ। তিনি বলেন, বর্তমানে এ নম্বরের কোনো গাড়ি আমাদের প্রতিষ্ঠানে নেই। তবে পাঁচ-ছয় বছর আগে একটি জিপ গাড়ি বিক্রি করে দিয়েছিলাম। গাড়িটি এত দিন আমাদের নামে থাকার কথা নয়। তবে কার কাছে বিক্রি করা হয়েছিল, তা তিনি জানাতে পারেননি।  

whatsapp follow image

আরও পড়ুন

×