ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

চিটাগং চেম্বারের সবার পদত্যাগ, বসছে প্রশাসক

চিটাগং চেম্বারের সবার পদত্যাগ, বসছে প্রশাসক

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪ | ২২:৪৬

চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ওমর হাজ্জাজসহ জ্যেষ্ঠ সহসভাপতি, সহসভাপতি ও ২১ জন পরিচালক সবাই একে একে পদত্যাগ করেছেন। সোমবার পদত্যাগ করায় এখন নেতৃত্বশূন্য চেম্বার। কার্যক্রম সচল রাখতে প্রশাসক নিয়োগ দেবে বাণিজ্য মন্ত্রণালয়। 

চেম্বারের সচিব প্রকৌশলী মো. ফারুক জানান, চেম্বারের সম্পূর্ণ পর্ষদ সোমবার পদত্যাগ করেছেন। দায়িত্বে থাকা চিটাগং চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি, সহসভাপতি ও ২১ জন পরিচালক প্রেসিডেন্ট বরাবর তাদের পদত্যাগপত্র জমা দেন। সবার পদত্যাগপত্র গ্রহণ করে প্রেসিডেন্ট সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগ বরাবরে পাঠিয়েছেন। এমনটা কখনও হয়নি। চেম্বারের ইতিহাসে ফুল বোর্ড পদত্যাগের ঘটনা এটিই প্রথম। তাই আইন অনুযায়ী মন্ত্রণালয় প্রশাসক নিয়োগ করবে। এটি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের টিও বিভাগ পদত্যাগপত্র গ্রহণ করে সিদ্ধান্ত নেবে। এখন যেহেতু কোনো বোর্ড নেই, তাই বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী চিটাগং চেম্বারের কার্যক্রম পরিচালিত হবে। 

চট্টগ্রামে ব্যবসায়ীদের শীর্ষ এ সংগঠনে পুরো পরিচালনা পর্ষদ পদত্যাগের ঘটনা এটিই প্রথম। ফলে চেম্বার পরিচালনা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। 

whatsapp follow image

আরও পড়ুন

×