রাজশাহীতে ৬ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ছবি: প্রতীকী
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪ | ২২:৫০ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪ | ২২:৫১
রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদ মোল্লাসহ ছয় নেতাকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
সোমবার রাত ২টার দিকে উপজেলার নয়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে সামাদ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে।
পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, গত ৫ আগস্ট সাবেক এমপি কাজী আবদুল ওয়াদুদ দারার বাড়ির সামনে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এ মামলার প্রধান আসামি দারা। পুলিশের এসআই আবদুল মান্নান নাশকতার মামলাটি করেন। এ মামলার এজাহারভুক্ত আসামি সামাদ মোল্লাও।
এদিকে রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর সরকারকে সোমবার রাতে বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিমুল আলী খাঁ নামে এক ব্যক্তির করা মামলায় তিনি গ্রেপ্তার হন।
একই রাতে ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মালেককে গ্রেপ্তার করা হয়েছে। বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, ছাত্র-জনতার আন্দোলনে হামলা করায় মামলাটি হয়।
একই রাতে গ্রেপ্তার করা হয় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক পদ্যুৎ সরকারকে। এ ছাড়া আড়ানী পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি শহীদুজ্জামান শহীদকেও গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, জেলাজুড়ে নাশকতার ১৯টি মামলা হয়েছে। এসব মামলায় তাদের ধরা হয়েছে।