ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

শেখ হাসিনা মেডিকেল কলেজ

অধ্যক্ষের পদত্যাগ দাবি

অধ্যক্ষের পদত্যাগ দাবি

হবিগঞ্জের শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সুনির্মল রায়ের পদত্যাগ দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থীরা সমকাল

হবিগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪ | ২৩:৫৭

হবিগঞ্জের শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সুনির্মল রায়ের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে ২৫০ শয্যা জেলা সদর আধুনিক হাসপাতাল কলেজের অস্থায়ী ক্যাম্পাসে তারা বিক্ষোভ করেন। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয়ে তালা লাগিয় দেন। তবে অধ্যক্ষ ছুটিতে থাকায় তালা দেওয়ার সময় ওই কক্ষে কেউ ছিলেন না। 
আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করার পর থেকেই নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েন সুনির্মল। ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেটে বিভিন্ন বরাদ্দ দেখিয়ে কলেজের কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি। শিক্ষার্থীরা মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে সুনির্মলকে পদত্যাগ করতে আলটিমেটাম দেন। পরে শিক্ষার্থীরা এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে দাবি না মানা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন এবং অনির্দিষ্টকালের জন্য কলেজের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন তারা।  এতে বক্তব্য দেন শিক্ষার্থী ইয়াছিন ফাতির রিংকু, রিয়েল সরকার, সানজিদা আক্তার তামান্না, তাসনিমুর রিয়াজ, আকিব মাহমুদ ও সাজিদা রহমান।  
এর আগে গত শনিবার ৮ দফা দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। দাবি না মানায় ৭২ ঘণ্টার আলটিমেটাম দেন তারা। মঙ্গলবার আলটিমেটামের সময় শেষ হলে কলেজের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেন শিক্ষার্থীরা। 
 

whatsapp follow image

আরও পড়ুন

×