ঢাকা শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

গ্রাফিতিতে স্বপ্নের কথা তুলে ধরা হবে শহীদ মিনারে

গ্রাফিতিতে স্বপ্নের কথা তুলে ধরা হবে শহীদ মিনারে

উল্লাপাড়ার প্রথম শহীদ মিনার পরিষ্কার করছেন শিক্ষার্থীরা সমকাল

 উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪ | ২৩:১১

১৯৭২ সাল। সদ্য স্বাধীন হয়েছে দেশ। উল্লাপাড়ায় কোনো শহীদ মিনার ছিল না। ভাষাশহীদদের মর্যাদা রক্ষায় সে বছর কয়েকজন বীর মুক্তিযোদ্ধা রেলস্টেশন এলাকায় শহীদ মিনার নির্মাণ করেন। কয়েক বছর সেখানে ফুল দিয়ে শ্রদ্ধাও জানানো হয়। ব্যক্তিগত জায়গায় হওয়ায় একপর্যায়ে শহীদ মিনারটি দৃষ্টির আড়ালে চলে যায়। 
অবশেষে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সমন্বয়কদের উদ্যোগে শহীদ মিনারটি সংস্কারের কাজ শুরু হয়েছে। স্থানীয় সমন্বয়কদের নেতৃত্বে আরএস ডিগ্রি কলেজ, খন্দকার আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দু’দিন ধরে জঙ্গলে আবৃত চত্বরটি পরিষ্কার করছেন। 
এ সময় কথা হয় পরিচ্ছন্নতার কাজে অংশ নেওয়া শাকিল আহমেদ, শিশির হোসেন, শিমুল হোসেনসহ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে। তারা জানান, পরিচ্ছন্নতার কাজ শেষ হলেই রং করা হবে। গ্রাফিতির মাধ্যমে তুলে ধরা হবে স্বৈরাচারবিরোধী আন্দোলনে প্রাণ হারানো ব্যক্তিদের কথা। ফুটিয়ে তোলা হবে সাম্প্রদায়িক সম্প্রতী, রাষ্ট্র সংস্কার, ঘুষ-দুর্নীতি বন্ধ করা, বাক্‌স্বাধীনতা, সমঅধিকার থেকে শুরু করে সব রকমের অন্যায়-অবিচার থেকে মুক্তির কথা। থাকবে কালজয়ী গান ও কবিতার পঙ্‌ক্তি। মোট কথা, নতুন বাংলাদেশের স্বপ্নের কথা তুলে ধরা হবে শহীদ মিনার ঘিরে। 
বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম বলেন, ব্যক্তিগত জায়গায় হওয়ায় শেষ পর্যন্ত আমরা শহীদ মিনারটি রক্ষণাবেক্ষণ করতে পারিনি। শিক্ষার্থীরা পেরেছেন। শহীদ মিনার ঘিরে তাদের পরিকল্পনা আমাকে মুগ্ধ করেছে। 
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৭২ সালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উল্লাপাড়া আরএস ডিগ্রি কলেজসংলগ্ন এলাকায় শহীদ মিনারটি নির্মাণ করা হয়। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পলাশডাঙ্গা যুবশিবিরের পরিচালক সাবেক সংসদ সদস্য আব্দুল লতিফ মির্জা, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, আব্দুস ছামাদ, ইফতেখার মবিন পান্নাসহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধার উদ্যোগে মিনারটি তৈরি হয়। কয়েক বছর শহীদ দিবসে ফুল দিয়ে শ্রদ্ধাও জানানো হয়। ব্যক্তিগত জায়গা ও মহাসড়কের পাশে হওয়ায় মিনারটি আড়াল হয়ে যায়। ৫২ বছরে দু’একবার প্রশাসনের উদ্যোগে এটি পরিষ্কার করা হলেও রক্ষণাবেক্ষণের অভাবে ফের জঙ্গলে পরিপূর্ণ হয়ে যায়। 
 

আরও পড়ুন

×