ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

লোহাগড়ায় ২ ভাইকে কুপিয়ে হত্যা, আরেক ভাইসহ আহত ৫

লোহাগড়ায় ২ ভাইকে কুপিয়ে হত্যা, আরেক ভাইসহ আহত ৫

ফাইল ছবি

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪ | ১৭:৩৩ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪ | ১৮:০২

গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলার চর মল্লিকপুর গ্রামে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা । এ সময় অপর ভাই ইরান শেখসহ পাঁচজনকে কুপিয়ে আহত করা হয়েছে। আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত মিরান শেখ (৪৫) ও জিয়ারুল শেখ (৪০) চর-মল্লিকপুর গ্রামের মৃত ছামাদ শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চর মল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা যুবদলের আহবায়ক খাঁন মাহমুদ রহমান গ্রুপের সঙ্গে একই গ্রামের ওয়ার্ড বিএনপির সভাপতি মুরাদ শেখ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মুরাদ শেখের আপন ভাই মিরান শেখ ও জিয়ারুল শেখ ও ইরান শেখ বাড়ির পার্শ্বে গ্রামের কালাম হুজুরের মুদি দোকানের সামনে বসে ছিল। এ সময় পূর্ব বিরোধের জের ধরে খাঁন মাহমুদ গ্রুপের ৪০-৫০ জন লোক জোটবদ্ধ হয়ে রামদা, ছ্যানদা, বল্লম, কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তাদেরকে ঘিরে ফেলে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে।

খবর পেয়ে মুরাদ শেখের লোকজন ঘটনাস্থলে যেয়ে তাদেরকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মিরান শেখ ও জিয়ারুল শেখকে মৃত ঘোষণা করেন। এ সময় আহত ইরান শেখ, ওহিদ খান, আরিফ শেখ, শাহরিয়ার ও শফিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। 

হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত ডাক্তার মারুফা খানম জানান, মিরান ও জিয়ারুলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে অন্যত্র রেফার্ড করা হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আব্দুল্লাহ আল মামুন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, চর-মল্লিকপুর গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন

×