হামলা ও নাশকতার অভিযোগ
তাড়াশে সাবেক সংসদ সদস্যসহ ৯৯ জনের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জের তাড়াশ থানা। ছবি: সংগৃহীত
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪ | ১১:৪৪ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ | ১১:৪৪
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ও সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী প্রচারণায় গাড়ি বহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। তাড়াশ থানায় মামলাটি দায়ের করা হয়।
এতে আওয়ামী লীগের সদ্য সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের ৯৯ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী উপজেলার বারুহাঁস ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ একাদশ জাতীয় নির্বাচনে ১২ ডিসেম্বর বিএনপির প্রার্থী আব্দুল মান্নান তালুকদার বিনোদপুর বাজারে পূর্ব নির্ধারিত নির্বাচনী পথসভায় যোগ দিতে যান। সেখানে মামলার এক নম্বর বিবাদী আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক ডা. আব্দুল আজিজের প্রত্যক্ষ হুকুমে অন্যান্য আসামিরা হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালিয়ে গাড়ি ভাঙচুরসহ নাশকতা চালায়। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ ও নেতাকর্মীরা মানব ঢাল তৈরি করে আব্দুল মান্নান তালুকদারকে রক্ষা করেন। এ হামলায় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন।
মামলার বিষয়ে সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজের সঙ্গে একাধিক মাধ্যমে যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে এ মামলার নামীয় অন্যান্য আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার দায়ের করা দুটি মামলায় বেশ কিছুদিন ধরে পলাতক রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে তাড়াশ থানার ওসি আসলাম হোসেন বলেন, মামলাটি দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে।
- বিষয় :
- তাড়াশ
- সিরাজগঞ্জ
- মামলা
- আওয়ামী লীগ