জলমহালে মাছ ধরা নিয়ে দ্বন্দ্ব
যুবদল নেতাকে কুপিয়ে জখম

ফাইল ছবি
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪ | ১৯:৪৪ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ | ১৯:৪৫
আমতলীতে মোমেন আকন নামে এক যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে চাওড়া ইউনিয়নের কাউনিয়া গ্রামের এ ঘটনা ঘটে। মোমেন চাওড়া ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক।
অভিযোগ থেকে জানা গেছে, কাউনিয়া জলমহালের আয়তন ২৫ দশমিক ৯১ একর। ২০১২ সালের ১৪ ফেব্রুয়ারি জলমহালের দুই পারের ৬৮ জন বাসিন্দা মৎস্যজীবী সমিতি গঠন করেন। তারা জেলা প্রশাসকের কাছ থেকে ১০ বছরের জন্য ইজারা নিয়ে মাছ চাষ করেন। ইজারার মেয়াদ শেষ হলে খালটি সবার জন্য উন্মুক্ত হয়ে যায়। এ সুযোগে মাহবুব ব্যাপারী খালটি তার দখলে নেন। পরে এ নিয়ে আদালতে মামলা হয়। বৃহস্পতিবার সকালে লোকজন নিয়ে জলমহালে মাছ ধরতে যান মাহবুব। খবর পেয়ে মোমেন আকন দু্ই সহযোগীকে নিয়ে সেখানে যান। কথাকাটাকাটির একপর্যায়ে মাহবুবের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন মোমেনকে রামদা দিয়ে এলোপাতাড়ি কোপান। মোমেনের বাম চোখ, হাত-পা ও ঊরু গুরুতর জখম হয়। চিৎকার শুনে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসেন। আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়।
খাল দখলের অভিযোগ অস্বীকার করে মাহবুব ব্যাপারী বলেন, ‘খালপারের বাসিন্দাদের নিয়ে মাছ চাষ করেছি। সকালে তাদের নিয়ে মাছ ধরতে যাই। এ সময় যুবদল নেতা মোমেন আকন ২৫-৩০ জন সন্ত্রাসী নিয়ে মাছ লুট করতে আসেন। জনতার হামলায় আহত হন তিনি।’
আমতলী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মনিরুজ্জামান বলেন, ‘মোমেন আকন নামে রোগীর হাত-পা, চোখ, ঊরুসহ শরীরে বিভিন্ন জায়গায় অন্তত ১৫-২০টি কোপের চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশালে পাঠানো হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও কেউ অভিযোগ করেনি। পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- বিরোধ
- কুপিয়ে জখম
- বরগুনা