ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

‘ক্লিন ইমেজে’র উপাচার্য চেয়ে কড়া বার্তা ইবিতে

‘ক্লিন ইমেজে’র উপাচার্য চেয়ে কড়া বার্তা ইবিতে

শিক্ষার্থীবান্ধব ভিসি নিয়োগ চেয়ে শনিবার ইবিতে অনুষ্ঠিত মানববন্ধন সমকাল

ইবি প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ২৩:৩৫

কোনো দুর্নীতিবাজকে উপাচার্য (ভিসি) নিয়োগ দেওয়া হলে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা ও প্রতিহতের হুঁশিয়ারিও দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা অতীত রেকর্ড দেখে সংস্কারমনস্ক ও একজন একাডেমিশিয়ান শিক্ষককে এই পদে দেখতে চান। গতকাল শনিবার দুপুরে মিছিলের পর এক সমাবেশে এমন বক্তব্য দেন শিক্ষার্থীরা। 
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিল শুরু করেন তারা। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকে সমাবেশ হয়। সেখানে বক্তারা বলেন, অতীতের মতো দুর্নীতিবাজ ও নেতিবাচক কর্মকাণ্ডে অভিযুক্ত কাউকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে চান না। বিশ্ববিদ্যালয়কে দুর্নীতিমুক্ত ও জ্ঞানমুখী করতে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠতে হবে। বিশেষজ্ঞ ও প্রশাসনিক দক্ষতাসম্পন্ন শিক্ষার্থীবান্ধব শিক্ষককে উপাচার্য হিসেবে চান তারা। এর মাধ্যমে দলীয়করণের বাইরে বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় পৌঁছানো সম্ভব বলে মত দেন বক্তারা। 
বক্তারা বলেন, ‘আমরা বিগত সময়ে লেজুড়বৃত্তির মাধ্যমে উপাচার্য নিয়োগ দিতে দেখেছি। ইতোমধ্যে সেই প্রশাসন হটিয়েছি। লেজুড়বৃত্তির উপাচার্য চাই না, আমরা চাই দক্ষতা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হোক।’ এ ছাড়া নিয়োগ বাণিজ্য, নারী কেলেঙ্কারি, অর্থ আত্মসাৎসহ বিভিন্ন গুরুতর অভিযোগ রয়েছে এমন কাউকে উপাচার্য হিসেবে মেনে না নেওয়ার ঘোষণা দেন তারা। শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাকে বুঝবেন, প্রতিটি বিভাগকে রাজনীতি ও সেশনজট মুক্ত করবেন–এমন শিক্ষককেই এই পদে দেখতে চান। 
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, ১৫ বছর ধরে এই বিশ্ববিদ্যালয়কে একটা শ্রেণি বাণিজ্যের আখড়া হিসেবে গড়ে তোলে। স্বৈরাচারের পতনের সঙ্গে সঙ্গে তাদেরও পতন হয়েছে। এখন আবার কেউ (এমন) আখড়া তৈরি করার চেষ্টা করলে ছাত্রসমাজ মানবে না। শহীদের রক্তের প্রতি সম্মান জানিয়ে উপাচার্য নিয়োগের দাবি জানাচ্ছি, যিনি রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে কারও মদদপুষ্ট হবেন না, শিক্ষার্থীদের নিয়ে কাজ করবেন।
 

আরও পড়ুন

×