ঢাকা শনিবার, ২১ জুন ২০২৫

নন্দীগ্রাম

বিএনপির সমাবেশে ককটেল বিস্ফোরণ

বিএনপির সমাবেশে ককটেল বিস্ফোরণ

ছবি: প্রতীকী

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪ | ১৮:১৫ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৪ | ১৮:২৭

বগুড়ার নন্দীগ্রামে বিএনপির কর্মী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার ভাটরা ইউনিয়নের কুমিড়া পণ্ডিতপুকুর স্কুল মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশ শেষে সেখানে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ছাত্রদলের দুই নেতা আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

ভাটরা ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বগুড়া-৪ আসনের সাবেক এমপি মোশারফ হোসেন।

সমাবেশ শেষ হওয়ার পরপরই ককটেল বিস্ফোরণ ঘটে জানিয়ে মোশারফ হোসেন বলেন, আওয়ামী লীগের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে তাদের ধারণা। ভাটরা ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী এলাকায় আওয়ামী লীগের একটি সন্ত্রাসী বাহিনী তৈরি করেছে। তারাই এ কাজ করতে পারে। 

উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে থাকায় এ বিষয়ে বক্তব্য জানা সম্ভব হয়নি। নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসাইন বলেন, তিনটি ককটেল নিক্ষেপ করলেও দুটি বিস্ফোরণ হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


 

আরও পড়ুন

×