মামুনুল হক বললেন
ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে

দিনাজপুরে গণসমাবেশে বক্তব্য দিচ্ছেন খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক। ছবি: সমকাল
পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪ | ২২:৩১
খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন, শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধ ও বিভাজনের। তাঁর মতো ব্যক্তিকে আওয়ামী লীগ বছরের পর বছর দেশটাকে শোষণ করা সুযোগ দিয়েছে। শুধু এই কারণে দলটির নেতাকর্মীর বিচার হওয়া দরকার। এ জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে রোববার পঞ্চগড় স্টেডিয়ামে এক গণসমাবেশে তিনি এ কথা বলেন। খেলাফত মজলিস পঞ্চগড় জেলা শাখার সভাপতি মীর মোর্শেদ তুহিনের সভাপতিত্বে বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব জালালুদ্দিন, সদস্য সচিব আবু সাইদ নোমান, জামায়াতে ইসলামীর পঞ্চগড় জেলা শাখার আমির ইকবাল হোসাইন প্রমুখ।
মামুনুল হক বলেন, ১৮ কোটি মানুষের স্বার্থের দিকে না তাকিয়ে শেখ হাসিনাকে যারা ক্ষমতার মসনদে বসিয়েছিল, তারা বাংলাদেশকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করেছিল। তিনি বলেন, পার্শ্ববর্তী একটি রাষ্ট্র দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল।
এ ছাড়া রোববার দুপুরে ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে খেলাফত মজলিস ঠাকুরগাঁও জেলা শাখার গণসমাবেশে বক্তব্য দেন মামুনুল হক। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদের দোসররা সক্রিয় রয়েছে। এজন্য দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যেন বিভেদ তৈরি না হয়, সজাগ থাকতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি সাঈদ আহমদ সাঈফী। একই দিন দিনাজপুরে গণসমাবেশেও বক্তব্য দেন মামুনুল হক।
- বিষয় :
- দিনাজপুর
- মামুনুল হক