ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

বন্যায় ১৩ হাজার মানুষকে স্বাস্থ্যসেবা ও ঔষধ সরবরাহ করছে আল-মারকাজুল ইসলামী

বন্যায় ১৩ হাজার মানুষকে স্বাস্থ্যসেবা ও ঔষধ সরবরাহ করছে আল-মারকাজুল ইসলামী

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪ | ১৫:৩২

বন্যার পানিতে প্লাবিত হয়েছিল ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী। তবে পানি নামতে শুরু করেছে। এই বন্যার মধ্যেই আল-মারকাজুল ইসলামী গত ২৫ আগস্ট থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু করেছে। এই ক্যাম্পের মাধ্যমে তারা ১৩ হাজার মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করেছে। ক্যাম্পে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হচ্ছে এবং বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। সবসময় জরুরি রোগীদের যাতায়াতের জন্য ৪টি ফ্রি অ্যাম্বুলেন্স সংযুক্ত আছে ও আরো ৫টি অ্যাম্বুলেন্স প্রস্তুত করে রাখা হয়েছে।

ফ্রি মেডিকেল ক্যাম্প ইনচার্জ স্বেচ্ছাসেবী মইনুল হাসান বলেন, ‘দেশী-বিদেশি স্বেচ্ছাসেবী চিকিৎসক রোগীদের সেবা দিচ্ছেন। সকল বয়সের বিভিন্ন রোগের প্রয়োজনীয় ওষুধের পাশাপাশি, নারীদের জন্য সেনেটারী ন্যাপকিন দেওয়া হচ্ছে। বন্যা পরবর্তীতে এই উদ্যোগটি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করছে। আল-মারকাজুল ইসলামী এর এই প্রচেষ্টা প্রশংসনীয় এবং মানবিক সহায়তার একটি উজ্জ্বল উদাহরণ।’

আল-মারকাজুল ইসলামী’র চেয়ারম্যান হামজা শহিদুল ইসলাম বলেন, ‘আমরা এখন পর্যন্ত ৫৫ মেট্রিক টন খাবার, ৫ লিটারের ১৫ হাজার পিস বিশুদ্ধ পানির বোতল, ক্ষতিগ্রস্ত এলাকা থেকে মানুষ উদ্ধার, বন্যায় মৃত লাশ উদ্ধারসহ আরও সেবা চলমান রেখেছি। পরবর্তী পর্যায়ে আমরা পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা করবো।’

আরও পড়ুন

×