ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

কোটা আন্দোলনে গুলি ছোড়া মিজান গ্রেপ্তার

কোটা আন্দোলনে গুলি ছোড়া মিজান গ্রেপ্তার

বহদ্দারহাটে চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণকারী মিজান (ছবি- র‍্যাবের সৌজন্যে)

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ১৮:০৬ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ২০:৪৫

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি ছোড়া মো. মিজান (৩৩) নামে এক যুবককে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে নগরীর বায়েজিদ বোস্তামি থানার হরিপুর ব্রাহ্মণপাড়া আবুল কালামের কলোনির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

মিজান ওয়াজেদিয়া আলী চেয়ারম্যানের বাড়ির মো. জামাল উদ্দিনের ছেলে। ওই বাসা থেকে ১ হাজার ২০০ ইয়াবা ও একটি ছুরি জব্দ করা হয়।

র‍্যাব জানায়, গত ১৮ জুলাই চান্দগাঁও থানার বহদ্দারহাট কাঁচাবাজারে অবস্থান নিয়ে ছাত্র-জনতার দিকে গুলি করে মিজান। অস্ত্রসহ তার মহড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে তখন ছড়িয়ে পড়ে। সোমবার রাতে ইয়াবা বেচাকেনার জন্য কিছু লোক জড়ো হয়েছে– এমন খবরে র‍্যাব অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় মিজানকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার শরীফ উল আলম বলেন, মিজান চট্টগ্রাম নগরের কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, অস্ত্র, অপহরণ, ডাকাতিসহ সাতটি মামলা রয়েছে। তাকে বায়েজিদ বোস্তামি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×