কক্সবাজারে তিন ক্যাটেগরিতে ভোটার নিবন্ধন, কমবে জটিলতা

প্রতীকী ছবি
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ২২:৩৩
ভোটার নিবন্ধনে প্রয়োজনীয় কাগজপত্রের বাইরেও আনুষঙ্গিক নানা ডকুমেন্ট বাধ্যতামূলক করার কারণে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছে কক্সবাজারের মানুষ। ফলে কাগজপত্র জটিলতায় অনেকে ভোটার হতে পারেননি। তবে এবার ভোটার নিবন্ধন সহজ করতে নতুন নিয়ম চালু করেছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে তিন ক্যাটেগরিতে ভোটার নিবন্ধ করা হবে।
মঙ্গলবার দুপুরে নতুন এ নিয়ম জানাতে সংবাদ সম্মেলন করেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাজিম উদ্দীন। তিনি বলেন, শিক্ষা সনদ ও সরকারি চাকরিজীবীর সন্তান বিবেচনায় তিন ক্যাটেগরিতে ভোটার নিবন্ধন করা হবে।
‘এ’ ক্যাটেগরিতে কিউয়ার কোড যুক্ত অনলাইন জন্মনিবন্ধন ও নাগরিক সনদ, মা-বাবার পরিচয়পত্র এবং এসএসসির সনদ হলেই ভোটার হওয়া যাবে। ‘বি’ ক্যাটেগরিতে যাদের এসএসসি সনদ থাকবে না, তাদের অতিরিক্ত হিসেবে মা-বাবার আঙুলের ছাপ লাগবে। আর যারা ‘এ’ ও ‘বি’ ক্যাটেগরিতে পড়বেন না, তাদের বিশেষ কমিটির মাধ্যমে ভোটার নিবন্ধন করা হবে।
- বিষয় :
- এনআইডি সেবা
- চট্টগ্রাম
- কক্সবাজার
- ভোটার