কোটালীপাড়ায় এবার হলো না ঐতিহ্যবাহী নৌকাবাইচ

ঘাঘর নদীর কালীগঞ্জ বাজারে দুটি নৌকাবাইচ
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ২২:৩৬ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ২২:৩৬
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর নদীর কালীগঞ্জ বাজারে প্রায় ২০০ বছর ধরে বিশ্বকর্মা পূজার দিনে নৌকাবাইচ হয়ে আসছে। গত বছরও শতাধিক বাচারি নৌকাবাইচে অংশ নেয়। এবার বাইচ দেখতে গতকাল মঙ্গলবার সেখানে যান কলাবাড়ী ইউনিয়নের কুমরিয়া গ্রামের মালতী বিশ্বাস। কিন্তু তিনি এসে মাত্র দুটি নৌকা দেখে ফিরে যান। এ সময় আক্ষেপ করে এ বৃদ্ধা বলেন, ‘সেই ছোটবেলা থেকে এখানে নৌকাবাইচ হইতে দেখছি। কিন্তু এবার হইলো না!’
জানা গেছে, ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে মঙ্গলবার আশপাশের কয়েকটি জেলা, উপজেলা থেকে হাজারো মানুষ ঘাঘর নদীর কালীগঞ্জ বাজারে জড়ো হন। কিন্তু বাইচ না হওয়ায় তারা ফিরে যান।
বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট গ্রামের সুধীর বাগচী বলেন, ‘আমি প্রায় ৪০ বছর ধরে এখানে বিশ্বকর্মা পূজা উপলক্ষে নৌকাবাইচ দেখতে আসি। এ বছরও এসেছিলাম। কিন্তু বাইচ না হওয়ায় ফিরে যাচ্ছি। আমরা চাই বাঙালি জাতির ঐতিহ্যে লালিত নৌকাবাইচ যেন এখানে হয়।’
নাম প্রকাশে অনিচ্ছুক কলাবাড়ী গ্রামের বাচারি নৌকার এক মালিক বলেন, ‘এখানে নৌকাবাইচ কারও আয়োজনে হয় না। সবাই স্বতঃস্ফূর্তভাবে নৌকা নিয়ে অংশগ্রহণ করে। কিন্তু এ বছর আমরা বাইচ দিতে যাইনি।’
কলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজন বিশ্বাস জানান, প্রায় ২০০ বছর ধরে এখানে নৌকাবাইচ হয়ে আসছে। এর কোনো আয়োজক নেই। পুরস্কারও দেওয়া হয় না। তারপরও এতদিন শত শত বাচারি নৌকা নিয়ে বাইচ হয়েছে। নৌকাবাইচ দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ আসত। বাইচকে কেন্দ্র করে এলাকায় মেলা বসত। এলাকার প্রতিটি বাড়িতে থাকত উৎসবের আমেজ। কিন্তু এ বছর কেন নৌকা নিয়ে কেউ বাইচ দিতে আসেনি, তা জানা নেই।
- বিষয় :
- কোটালীপাড়া