ট্রেন থামিয়ে যাত্রাবিরতির দাবি

রূপসা ও নীলসাগর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে পাঁচবিবিতে মানববন্ধন ও আন্দোলন কর্মসূচি পালন করে ছাত্র-জনতা সমকাল
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ২৩:১৪
জয়পুরহাটের পাঁচবিবিতে রূপসা এক্সপ্রেস ও নীলসাগর আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন ও আন্দোলন কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে
১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পাঁচবিবি বণিক সমিতি ও ছাত্র-জনতার উদ্যোগে স্টেশন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এরইমধ্যে চিলাহাটী থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি পাঁচবিবি রেলওয়ে স্টেশনে বেলা ১১টা ৪৫ মিনিটে পৌঁছায়। এ সময় ট্রেন থামিয়ে দেয় আন্দোলনকারী ছাত্র-জনতা। ট্রেন চলাচল বন্ধ রাখতে তারা লাইনের স্লিপার তুলে ফেলে। এতে ভোগান্তির শিকার হয়েছেন চিলাহাটী থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেসের কয়েকশ যাত্রী। পরে রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে আন্দোলনকারীরা বৈঠকে বসে যাত্রাবিরতির আশ্বাস পেলে কর্মসূচি প্রত্যাহার করে নেন। ২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
- বিষয় :
- রেল