ব্রিজ নির্মাণে অনিয়ম, স্থানীয়দের প্রতিবাদ

ছাতকের জোড়াপানি-নরসিংপুর সড়কে নির্মাণাধীন নতুন সেতুর একাংশ সমকাল
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ২৩:১৫
ছাতক ও দোয়ারাবাজার উপজেলার জোড়াপানি-নরসিংপুর সড়কের সিঙ্গেরকাছ এলাকায় একটি ব্রিজ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন দুই উপজেলার বাসিন্দারা।
সোমবার বিকেলে ব্রিজ এলাকায় আয়োজিত এ মানববন্ধনে উপস্থিত স্থানীয়দের অভিযোগ, ছাতক উপজেলা এলজিইডি কর্মকর্তা ও প্রকৌশলীর যোগসাজশে ব্রিজ নির্মাণে দুর্নীতি হয়েছে।
স্থানীয়রা জানান, দুই উপজেলার কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র রাস্তা নোয়ারাই ইউনিয়নের জোড়াপানি-নরসিংপুর সড়ক। এ সড়কের সিঙ্গেরকাছ এলাকায় ব্রিজ ভেঙে মানুষের চলাচল কয়েক বছর বন্ধ ছিল। সম্প্রতি নতুন ব্রিজের কাজ শুরু হলেও এখানে নতুন রডের পরিবর্তে পুরোনো রড ব্যবহার করা হয়েছে। বেইজ ঢালাই না দিয়ে পুরোনো ব্রিজের বেইজের ওপরই নতুন ব্রিজের কাজ করা হচ্ছে। এতে দুর্বল কাঠামোর ঝুঁকিপূর্ণ একটি ব্রিজ নির্মাণ করছেন সংশ্লিষ্টরা, যা অল্প দিনের মধ্যে ধসে পড়ার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া ব্রিজের কাজ শেষ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে চলাচলের জন্য মাটি ভরাট করে বাঁধ দিয়ে রাস্তা করা হয়েছে। তবে সেই রাস্তা যানবাহন চলাচলের উপযুক্ত না হওয়ায় ভোগান্তিতে পড়েছে দুই উপজেলার মানুষ।
মানববন্ধনে বক্তব্য দেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আয়াজুর রহমান বলাই, ছাতকের নোয়ারাই ইউপি সদস্য মছব্বির আলী, মতক্কিন খাঁন, তাজির মিয়া, পরিবহন শ্রমিক নেতা আলী আকবর, আজির মিয়া, তাজির মিয়া মহরি, আব্দুল করিম চন্দন, মস্তাব আলী, আছমান আলী, আব্দুর নুর, আবিদ রনি, তোফায়েল খাঁন বিপন, জামাল উদ্দিন, জামাল উদ্দিন প্রমুখ।
ছাতক উপজেলা এলজিইডি কর্মকর্তা (প্রকৌশলী) সাব্বির আহমদ অভিযোগ অস্বীকার করে জানান, যথাযথ নিয়ম মেনেই ব্রিজে প্রয়োজনীয় রড ব্যবহার করা হচ্ছে। বেইজ নির্মাণের কাজ নিজেই করেছেন তিনি। তবুও কাজের সার্বিক অবস্থা সরেজমিন পর্যবেক্ষণ করবেন। কোথাও আপত্তিকর কিছু চোখে পড়লে ব্যবস্থা নেওয়া হবে।
সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন অভিযোগের বিষয়ে জানান, নিম্নমানের রড ব্যবহার এবং বেইজ ঢালাইয়ের ব্যাপারে পাওয়া অভিযোগ তদন্ত করে দেখা হবে।
- বিষয় :
- সেতু