মানিকছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফের সংগঠক আটক

আটক কাপসিরাই ত্রিপুরা অপু-সমকাল
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুন ২০২০ | ০০:০৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়-মানিকছড়ি উপজেলায় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের রামগড় ইউনিটের সংগঠক একাধিক মামলার আসামি কাপসিরাই ত্রিপুরা অপুকে (৪২) আটক করেছে যৌথবাহিনী। তিনি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার রাজেন্দ্র কারর্বারী পাড়ার খিরেন্দ্র ত্রিপুরার ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে মানিকছড়ি ও রামগড় উপজেলার বাটনাতলী এবং পাতাছড়া ইউনিয়নের প্রায় ১৫/২০গ্রামের নির্জন জনপদে ত্রাসের রাজত্ব কায়েম করছিল ইউপিডিএফের রামগড় ইউনিটের সংগঠক কাপসিরাই ত্রিপুরা। সম্প্রতিকালে এই এলাকায় ব্যাপক হারে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত থাকায় বাটনাতলী ক্যাম্পের সেনাবাহিনী সেখানে টহল জোরদার করে। বৃহস্পতিবার বিকালে রামগড় উপজেলার নাভাঙ্গা নামক এলাকায় ইউপিডিএফ সন্ত্রাসীরা চাঁদাবাজির উদ্দেশে একত্রিত হয়েছেন এমন সংবাদের ভিত্তিতে বাটনাতলী ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো.ওয়ালি উল্লাহর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালিয়ে কাপসিরাই ত্রিপুরা অপুকে আটক করলেও অন্য সহযোগিরা পালিয়ে যায়। এ সময় তার আস্তানা থেকে চাঁদা আদায়ের ২১৬টি রশিদ বই, নগদ ৩৯৭৫১ টাকা, ছয়টি মোবাইল, সংগঠনের বিভিন্ন লেখা সম্বলিত ব্যানার, ৪৫০টি লিফলেট, সংগঠনের মাসিক ও বাৎসরিক হিসাব বই, দলীয় পতাকাসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরে যৌথবাহীনির ব্যাপক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে মানিকছড়ির জামতলা এলাকার অপর একটি আস্তায় অভিযান চালিয়ে ১টি এলজি, ৩ রাউন্ড কার্তুজ, ১টি পিস্তলের ম্যাগজিন উদ্ধার করে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে।
মানিকছড়ি থানার ওসি আমির হোসেন জানান, যৌথবাহীনির অভিযানে আটক একাধিক মামলার আসামি ইউপিডিএফের সংগঠক কাপসিরাই ত্রিপুরা অপুকে অস্ত্রসহ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র, সন্ত্রাস দমন ও চাঁদাবাজি আইনে মামলা দায়ের করা হয়েছে।