শখের মহিষের গুঁতোয় প্রাণ গেল কৃষকের

নিজের মহিষের সঙ্গে আব্দুর রহমান -সংগৃহীত ছবি
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুন ২০২০ | ০০:২১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
সিরাজগঞ্জের তাড়াশে মহিষের শিংয়ের (গুঁতো) আঘাতে আব্দুর রহমান (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার তালম ইউনিয়নের দেওঘর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত কৃষক আব্দুর রহমান ওই গ্রামের মৃত মুসলিম উদ্দিনের ছেলে। মহিষের শিংয়ের আঘাতে কৃষক আব্দুর রহমানের মৃত্যুর বিষয়টি তালম ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্বাউজ্জামান নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, কৃষক আব্দুর রহমান শখ করে দু’টি মহিষ লালনপালন করছিলেন। শুক্রবার তিনি তার মহিষ দু’টিকে মাঠে ঘাষ খাওয়ানো শেষে বাড়িতে ফেরার পথে হঠাৎ করে একটি মহিষ শিং দিয়ে বারবার তাকে আঘাত করতে থাকে। এক পর্যায়ে কৃষক আব্দুর রহমানের পেটে মহিষের শিং ঢুকে যায় । এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তালম ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্বাউজ্জামান জানান, আত্মীয়দের উপস্থিতিতে সামাজিক দুরত্ব বজায় রেখে কৃষক আব্দুর রহমানের দাফনের ব্যবস্থা করতে বলা হয়েছে।