সোনারগাঁয়ে ৫ মাসের শিশুসহ আরও ৮ জনের করোনা শনাক্ত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুন ২০২০ | ০০:২৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
সোনারগাঁয়ে ৫ মাস বয়সী শিশুসহ নতুন করে আরও ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৯ জনে।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় ৩৭ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ছয়জন প্রাপ্ত বয়স্ক পুরুষ ও দুজন শিশু রয়েছে। তিনি আরও জানানা, করোনায় এ পর্যন্ত সোনারগাঁয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১০০ জন।
এছাড়াও এ উপজেলায় করোনার উপসর্গ নিয়ে দুইজন মারা যান। পরে নমুনা পরীক্ষায় তাদের ফল করোনা পজেটিভ আসে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, নতুন আক্রান্তদের মধ্যে উজেলার মোগরাপাড়া ইউনিয়নের ষোলপাড়া গ্রামের ১ জন, সোনারগাঁ পৌর এলাকার পৌর ভবনাথপুর গ্রামে ১, দৈলেরবাগ পল্লীবিদ্যুৎ অফিসে ১ জন, বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়া পাড়া গ্রামে ১ জন, পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর গ্রামে ১ জন, বসুন্ধরা গ্রুপে একজন ১ জন রয়েছেন। এছাড়া আষাড়িয়ারচর গ্রামে ৫ মাসের এবং ৫ বছরের দুই ছেলে শিশুর করোনা শনাক্ত হয়েছে।