ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

হবিগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

হবিগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২০ | ০১:১৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

হবিগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে ৩ জন নিহত ও ৩ জন আহত আহত হয়েছেন। শনিবার সকালে জেলার আজমিরীগঞ্জ ও শায়েস্তাগঞ্জ উপজেলায় এসব ঘটনা ঘটে। 

জানা গেছে, আজমিরীগঞ্জে বজ্রপাতে একই গ্রামের ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। সকালে উপজেলার রনিয়া গ্রামের পাশ দিয়ে যাওয়া কুশিয়ারা নদীতে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রনিয়া গ্রামের মফিজ মিয়ার ছেলে পলাশ মিয়া (২৫) ও একই গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে সরফত আলী(১৬)। আহতরা হলেন- একই গ্রামের মৃত মন্নান মিয়ার ছেলে মাহবুব (১৪), আবিদ আলীর ছেলে রবিন মিয়া (১৫) ও ইছাক মিয়ার ছেলে আল আমিন (১৬)। তাদের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, শনিবার সকাল ৯টার দিকে রনিয়া গ্রামের ৫ কিশোর ও যুবক মাছ ধরার জন্য কুশিয়ারা নদীতে যায়। এ সময় বৃষ্টি এবং বজ্রপাত হলে তারা সবাই আহত হয়। আহত অবস্থায় ৫ জনকেই আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সৌরভ বিশ্বাস দু’জনকে মৃত ঘোষণা করেন। 

ডা. সৌরভ বিশ্বাস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, শায়েস্তাগঞ্জ উপজেলায় ছেলেকে ঘরে আনতে গিয়ে বজ্রপাতে আকছির মিয়া (৫০) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টায় উপজেলার নুরপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আকছির মিয়া ওই গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে।

জানা যায়, শনিবার সকালে আকছির মিয়ার ছেলে মোঃ আরিফ মিয়া বাড়ির পার্শবর্তী নদীতে মাছ ধরতে যায়। এ সময় ঝড় ও বৃষ্টিপাত শুরু হয়। এসব দেখে আকছির মিয়া ছেলেকে ঘরে আনার জন্য নদীর উদ্দেশে রওয়ানা হন। কিন্তু পথে তিনি বজ্রপাতে গুরুতর আহত হন। মুমূর্ষ অবস্থায় তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেন।

শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×