মহাসড়কে উল্টে গেল যাত্রীবাহী বাস, হেলপার নিহত

প্রতীকী ছবি
রংপুর অফিস
প্রকাশ: ০৬ জুন ২০২০ | ০১:২৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
রংপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে গেছে। এতে বাসটির হেলপার নিহত এবং দুই যাত্রী আহত হয়েছে।
শনিবার সকাল ৯টার দিকে সদর উপজেলা পাগলাপীর বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারাগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী যাত্রীবাহী বাস তাহসিন পরিবহন শনিবার সকাল ৯টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর বকুলতলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে হেলপার রনি মিয়া (২২) মারা যায়। এ ঘটনায় আহতদের ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ সদস্যরা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। নিহত রনি মিয়া লালমনিরহাট সদরের সেবুটারী এলাকার মিজু আহমেদের ছেলে।
তারাগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করি। মহাসড়কের উপরে পড়ে থাকা বাসটিকে ক্রেন দিয়ে তারাগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।