প্রচণ্ড ঝড়-বৃষ্টির মধ্যে সড়কের পাশে পড়ে ছিল শিশুটি

উদ্ধারকৃত নবজাতকটি বর্তমানে সুস্থ আছে -সমকাল
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুন ২০২০ | ০১:২৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার এলাকায় সড়কের পাশ থেকে তিন থেকে চারদিন বয়সের এক নবজাতক কন্যা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে প্রচণ্ড ঝড়-বৃষ্টির মধ্যে নবজাতকটিকে উদ্ধার করে পুলিশ।
বদলগাছী পাহাড়পুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম জানান, রাত ৮ টার দিকে পাহাড়পুর পুলিশ ফাঁড়ির কিছু দূরে সড়কের পাশে একটি পলেথিনের ব্যাগে নবজাতকটিকে দেখতে পায় স্থানীয়রা। পরে খবর দিলে ঘটনাস্থল থেকে নবজাতককে উদ্ধার করে পুলিশ। ওই সময় প্রচণ্ড ঝড়-বৃষ্টি হচ্ছিল। পুলিশ বৈরি আবহাওয়া উপেক্ষা করে ঘটনাস্থলে পৌঁছে নবজাতকটিকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে জানান, নবজাতকটি সুস্থ আছে।
নওগাঁর পুলিশ সুপার মো. আবদুল মান্নান মিয়া জানান, নবজাতক এখন পুলিশের হেফাজতে আছে। উদ্ধারের পর চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে সে সুস্থ আছে। পুলিশ তার পরিচয় শনাক্তে কাজ করছে।