ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

বরিশালে লকডাউন হওয়া পরিবারগুলোর দায়িত্ব নিয়েছে বাসদ

বরিশালে লকডাউন হওয়া পরিবারগুলোর দায়িত্ব নিয়েছে বাসদ

সাংবাদিক সম্মেলন- সমকাল

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৬ জুন ২০২০ | ০৩:৪৮ | আপডেট: ০৬ জুন ২০২০ | ০৪:০২

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশালে করোনাভাইরাস শনাক্তের পর লকডাউন হওয়া বাড়ির পরিবারগুলোর সকল সদস্যদের খাবার সরবরাহ ও চিকিৎসাসহ অন্যান্য দায়িত্ব নিয়েছে। 

জেলা বাসদ নেতৃবৃন্দ জানিয়েছেন, প্রশাসন বাড়ি লকডাউন করার পর ওই পরিবারটি মূলত একঘরে হয়ে যায়। প্রশাসনও তাদের খোঁজ-খবর রাখেন না। পরিবার থেকে যোগাযোগ করা হলেও প্রশাসন খাবার সরবরাহ করতে অনীহা জানায়। এমনবস্থায় সংশ্লিষ্ট পরিবারগুলো অবর্ণনীয় দুর্ভোগে পড়েন। 

শনিবার দুপুরে বাসদ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটির মহানগর সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, বরিশালে এ পর্যন্ত ৫ শতাধিক ব্যক্তি করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। তাদের পরিবারসহ আগামীতে যাদের করোনাভাইরাস শনাক্ত হবে সকলের পরিবারের খাবার ও চিকিৎসা, কাউন্সিলিংসহ অন্যান্য দায়িত্ব আজ থেকে বাসদ বহন করবে। এ কাজে সহযোগিতা করতে যেসব বাড়ি লকডাউন করা হবে তার তালিকা বাসদ নেতৃবৃন্দকে সরবরাহ করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।  

বাসদের এ দায়িত্ব নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ডা. মনিষা চক্রবর্তী বলেন, নগরীর বাসিন্দা শ্রমজীবী ৬৫ বছরের বেশি বয়সী এক বৃদ্ধ করোনা পজেটিভ শনাক্ত হলে দুইদিন আগে পুলিশ তার বাসাটি লকডাউন এবং বাড়ির সদস্যদের বাইরে যেতে নিষেধ করেন। পরিবারটি দুপুরের খাবার কোথায় পাবে জানতে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করলে এটা তাদের দায়িত্ব নয় বলে জানিয়ে দেয়। বিকেলে বৃদ্ধের শারীরিক অবস্থা আরও অবনতি হলে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স চাওয়া হলে এটিও তাদের দায়িত্ব নয় বলে থানা থেকে বলা হয়। খবর পেয়ে বাসদের স্বাস্থ্যকর্মীরা গিয়ে ওই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। 

সংবাদ সম্মেলনে উপস্থিত জেলা বাসদের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন বলেন, লকডাউন হওয়া প্রায় সবগুলো পরিবার একই দুর্ভোগের শিকার হচ্ছেন। এ সমস্যা সমাধানে বাসদ নেতৃবৃন্দ জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে সেখান থেকেও জানানো হয়- লকডাউন হওয়া পরিবারগুলোর সেবাদানের বিষয়টি নিয়ে সুনির্দিষ্ট কোনো ব্যবস্থাপনা নীতি সরকার প্রণয়ন করেনি। তাই তাদের করণীয় কিছু নেই। 

বাসদ নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে বলেন, করোনা দুর্যোগ মোকাবিলায় সিটি করপোরেশন, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, হাসপাতাল ও বেসরকারি প্রতিনিধিদের নিয়ে সমম্বিত উদ্যোগ না নেওয়ায় এ সংকটের সৃষ্টি হয়েছে। বাসদ করোনা সংকটের শুরু থেকেই সমম্বিত উদ্যেগ নেওয়ার দাবি জানিয়ে আসছিল।

আরও পড়ুন

×