ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

খুলনায় করোনায় আক্রান্ত হয়ে মসজিদের ইমামের মৃত্যু

খুলনায় করোনায় আক্রান্ত হয়ে মসজিদের ইমামের মৃত্যু

প্রতীকী ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৬ জুন ২০২০ | ০৬:০৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

খুলনায় আরও একজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. আলী মিয়া (৬০) নামের ওই রোগী শনিবার বিকাল পৌনে ৪টায় মারা যান। তিনি নড়াইলের একটি মসজিদের ইমাম ছিলেন। এ নিয়ে খুলনায় করোনাআক্রান্ত ৫ জনের মৃত্যু হলো।

খুলনায় করোনা প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাপনা কমিটির সার্বিক সমন্বয়কারী ডা. মেহেদী নেওয়াজ জানান, নড়াইল জেলার নড়াগাতি থানার খাশিয়াল গ্রামের করোনা আক্রান্ত আলী মিয়াকে গত ২৫ মে রাত সাড়ে ৪টার দিকে খুলনা করোনা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকাল পৌনে ৪টার দিকে তার মৃত্যু হয়।

খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ করোনা রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্য বিধি মেনে তার জানাজা ও দাফনের নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে খুলনার রূপসা উপজেলায় ৩ জন ও দিঘলিয়া উপজেলায় ১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছিল বলে তিনি জানান।

আরও পড়ুন

×